#Alhamdulillah আমিও ফাটাইদিলাম Finally! Google gave my first payment
আমি শুধু, অন্যদের মত,ফাটাই দিয়ে just Show off করবো না।
আমার অভিজ্ঞতা থেকে কিছু টিপস দিয়ার চেষ্টা করবো।
#HashTag_সকলে_মিলে_ফাটাই_দিবো
প্রথমেই আমি আমার জীবনে কিছু বাস্তব গল্প বলে শুরু করবো,
তখন ২০১৭ সালে শুরুর দিকে হয়তো, আমি আমার বন্ধু (রাজু) দুইজন মিলে ফ্রিল্যান্সিং + অনলাইনে কিভাবে ডলার কামানো যায় ? এইটা নিয়ে তুমুল ঘাটাঘাটি শুরু করি,
তো আমিও কিছুটা SEO উপর ধারণা ছিলো,টুকটাক কিছু জানতাম, তো দুই বন্ধু মিলে ঠিক করি যে চল একটা Institute য়ে ভর্তি হয়, হয়েও গেলাম!
উদ্দেশ্য ছিলো ঐ Institute হয়ে কাজ করার + freelancing করার + আর সহজ মাধ্যম হলো #Google_AdSense মাধ্যমে।
কিন্তু আমাদের উদেশ্য ব্যর্থ হয়।
ব্যর্থতার ঐসকল দিনের কথা বলি,
দুইজনই ঠিক করি Google AdSense মাধ্যমে ডলার কামানো, Blogspot দিয়ে দুইজন দুইটা ব্লগ খুলি। তখন হয়তো বাংলা সাইটকে Approved করে না।
আমরা দুইজনই English কাচা ছিলাম, তাও চেষ্টা চালিয়ে যায়।
রাতভর ব্লগ লেখী দুইজন পাল্লাপাল্লি করে,
একে অপরকে জিজ্ঞাসা করি
” কিরেহ কয়টা লিখলি? Page View কত?”?
এই ২০টা,
তোর কত?
আমার তো ৪৫ টা র মতন।
-এক সাপ্তাহ তো হলো দেখ AdSense এর payment Option আচ্ছে।
-চল apply করি।
(তখনকার Google AdSense Approved মানে সোনার হরিণ পাওয়া)?
যায় হক, দুইজনই apply করে ঘুম,
সকালে মেইল আছে যে disapproved , আবার চেষ্টা করতে বললো।
দুইজনই হতাশ,
পরে ভাবলাম website য়ে visitor নাই হয়তো Approved করে নাই,
তখন আমি একটু পন্ডিত ছিলাম, অনলাইনে ঘাটাঘাটি করে বলি “সালার কত ভিজিটর লাগবে আমি এনেই ছাড়বো ”
পরে কিছু Traffic Exchange Site খুজে বের করলাম, একদিনে ১০হাজার /১৩ হাজার সাইটে ভিজিটর আনতাম, আমি ১ সপ্তাহে ১ লাখ ১৫ হাজার + ভিজিটর আনলাম, আর আমার বন্ধু ৬৩ হাজার।
তার পর দেখি apply করে কোন বেটা আটকায় আমায়! ?
তারপর দিন অমাহ! আমার ১লাখ ভিজিটর কোন পাত্তাই দিলো না গুগল।
আবারো ব্যার্থ।
২/৩ দিন পর আমার বন্ধু YouTube ঘাটাঘাটি করে দেখেযে Blogspot য়ে Free তে approved করে না।
Paid mode য়ে যেতে হবে।
তাহলে আমাকে value দিবে।
তো domain কিনা আর Hosting কিনার সামর্থ্য তখন ছিলো না তখন।
তারপর ফ্রিতে কিভাবে Domain + hosting পাওয়া যায় ঘাটাঘাটি করলাম, আর পেয়ে গেলাম যে 000webhost দিয়ে ১জিবি ফ্রি হোস্টিং দিচ্ছে।
বাহ! শুরু করলাম আবার হাল ছেড়ে দেইনি এখনো।
আমার বন্ধু প্রায় বলতো যে
“বন্ধু! ডলার কি জিনিস অনলাইন থেকে ১ ডলার হলেও ইনকাম করেই ছাড়বো, এর শেষ দেখে ছাড়বো ”
বরাবর মত,
Blogspot বাদ দিয়ে WordPress য়ে শুরু করলাম,
ওহ আচ্ছা ওয়েট কিছু অংশ বাদ দিলাম, 000webhost দিয়ে চেষ্টা করার আগে free তে WordPress org দিয়ে চেষ্টা করি ব্যার্থ হয় কারন WordPress এমনি নতুন লাগে তার উপর SEO শিখি Plugin Use করা যায় না,
পরে Free Hosting দিয়ে আবার চেষ্টা করি নতুন সাইট করলাম ফ্রি থিম দিয়ে,
এই দিকে SEO শিখে দেখলাম যে, Traffic Exchange করে লাখ লাখ ভিজিটর এনে কোন ফাইদা নেই।
website এর bounce Rate বেড়ে যায় যা SEO page rank Effect করে + AdSense এর জন্য এইসব visitor কে invalid Traffic হিসাবে গন্য হয়।
আবার ও ব্যার্থ হলাম।
এই দিক, Institute থেকে বেশি কিছু শিখতে পারিনাই। দিন দিন Demotivated হতে শুরু করলাম।
আমার ও এইদিক একটা জীবনে বড় একধাক্কা খায়। এই দিক আবার HSC এক্সাম। খুবই বাজে সময় দিয়ে ২০১৭ সাল টা অর্ধেক শেষ করি,
আমার বন্ধু ও হাল ছেড়ে দিলো।
ওর ও অনলাইন থেকে যে অন্তত ১ ডলার কামানো ইচ্ছাও পূরণ হয় না। ঐ খানে ওর journey শেষ?
[ আর আমার intermission / interval ]
আমি হাল ছাড়িনি, আমি Institute বাদ দিলেও ঘড়ে বসে থাকিনি,
বড় ভাইদের knock করে আমি তাদের আর বিরক্ত পাত্র হতে চাইলাম না,
ঐদিন থেকে কারো কাছে আজ পর্যন্ত কোন বড় ভাই, কোন পীর বাবা কাছে যায়নি।
তখন খুব Serious হলাম, actually অনলাইনে ফ্রিতে বলতে কিছু নাই,
ফ্রি হলে সবাই করতো।
Investment করলাম (সেপ্টেম্বর ২০১৭) ১৫০০ টাকা দিয়ে ১জিবি Domain + Hosting নিলাম।
আবার নতুন করে শুরু করলাম। হাল ছেড়ে দেইনি।
SEO প্রাক্টিস করার জন্য WordPress Customization আর কোন শিখা লাগেনি আমার, আমি যে কয়বার WordPress Free hosting দিয়ে website খুলেছি (অজানা)
যা আমার মুখস্থ হয়ে গিয়েছে কথায় কি আছে না আছে।
WordPress এর উপর হাফেজ ?
তো এইবার ডলার এর চিন্তা/ভূত ছাড়লাম। এইবার
তো SEO তে মন দিলাম।
নাসির উদ্দিন সামিম ভাই তিনি আমার গুরুজি?
তার সাইট থেকে ফ্রী তে শিখলাম।
এইভাবে অনেক দিন চলে গেলো আবার কিভাবে জানি demotivated হয়ে গেলাম, আবার চেষ্টা করি।
Google AdSense apply করি কাজ হয়নি।
এই দিক investment করলাম আর ব্যার্থ ও হলাম খুব হতাশ হয়ে পরলাম।
আর apply করলাম না, কিন্তু SEO এর সাথে Day by Day update ছিলাম,
YouTube & Google করে শিখতাম,
Neil Patel, Brian Dean, Moz Blog,Ahrefs Blog, Search Engine Journal / Land / Book / Roundtable, SEMRush, SEO Nick, Backlinko-brian dean এদের ব্লগ & channel follow করি এমন
বড় বড় SEO blog Site গুলো follow করি।
এইভাবে ২০১৮ সালে এসে পরে, এই দিক কোন রকম সফলতা অর্জন করিনি,
অনেক হতাশ ছিলাম
কিন্তু বিশ্বাস ছিলো আল্লাহ উপর ভরসা ছিলো।
এই দিক থেকে Hosting Renew করার জন্য ১/২ মাস আগে থেকে notification, তারপর আমার ব্লগটি renew time Over হওয়ার সময় শেষ হয়ে আসে।
Hosting Provider call করে renew এরজন্য Request করে আমার ইচ্ছা হচ্ছে না আর ব্লগিং করি,
হাল ছেড়ে দেওয়ার মত অবস্থা।
এর মাঝে একটি ছোট কাজ করি low Budget এর দেশি clients বোঝেনইতো ?আর কি তার কথা ছিলো weekly reward / Bonus দেওয়ার কথা, কাজের rate খুবি কম ছিলো।
তো তিনি তার কথা রাখেনি, আমিও খুব তেরা যা বোনাস দিতে হতো ঐ রেট অনুযায়ী Content নিয়ে আসলাম।
রাগ করে বললাম যা কাজ করবো নিজের সাইটের হয়ে কাজ করবো ভাবলাম আমার তো একটা ব্লগ পরেই আছে ঐটা renew করলে কেমন হয়?
নতুন করে আবার চেষ্টা করে দেখি, হাল কেনো ছাড়বো আমি তো হাল ছেড়ে দেওয়ার পাত্র না।
Hosting Provider (Sakib Patwory) ভাই আমাকে অনেক Request করে অনেক ছাড় দেই কিন্তু আমি যে অভাবে ছিলাম টাকা নেই Renew করার সামর্থ্য নেই তাকে কি করে বুঝাই। যাই হক তাকে অনেক ধন্যবাদ আমাকে কিছুটা motivate করে।
তো লাস্ট যে কাজ করে কিছু টাকা কামায় ঐটা টাকা দিয়ে Renew করার ইচ্ছাপোষণ করি।
কিন্তু এইদিকে আমার Renew Date expired হয়ে যায় domain suspend ?
আমি কল করে Sakib patwory ভাই (Hosting provider) কে জানায় বিষয়টি আমি নিতে চাচ্ছি। কিন্তু এইদিক সময় শেষ।
কিন্তু ভাই আমার suspended domain / Expired hosting ঠিক করতে সমর্থন হয়। ঠিক হয়ে গেল?
[আবার শুরু করলাম ব্লগিং ?]
SEO Backlink Strategy update জানার জন্য ITBari Course কিনি। আবার সেই ২০১৭ এর কথা মনে পরে AdSense, এইবার organic way visitor আনলাম! AdSense এর Terms & Condition study করলাম।
যা যা লাগে তাই তাই করলাম।
২০১৯ বছরের প্রথম দিক/২০১৮ শেষের দিক হয়তো।
এইবার বিসমিল্লাহ বলে!
রাত ২:৩০ দিক apply করে ফেললাম আল্লাহ ভরসা!
রাতে তেমন চিন্তায় ঘুম আসেনেই তাও শুয়ে ছিলাম অপেক্ষা করছি কখন মেইল আসবে মাথার কাছে ফোন।
সকাল ৭:২৩ মিনিটে একটা মেইল আছে গুগল থেকে যে “Your Website has been approved to show ads- Congratulations . . . ”
আমি একলাফ দিয়ে উঠে চোখ মুছে আবার দেখলাম আমি কি স্বপ্ন দেখছি নাতো?
আল্লাহ সত্যি!
অবশেষে আল্লাহ অশেষ রহমতে এতো দিনের চেষ্টা সাফল্য হয়। সত্যি অবিশ্বাস্য!
এই ভাবে ভাংটি মাসে ২ ডলার ইনকাম হয়?
পরের মাসে ১০ ডলার ক্রস করি,
এরেকটা Secret site একই ভাবে published করি। (Approved)
Address Verify এর জন্য অপেক্ষা করি!
২দিন পোস্টঅফিস গিয়ে ঘুরে আসি ২দিনই তালা মারা দেখি, ১দিন বিকাল ৫ টার পর যায় লেট করে ফেলি আরেক দিন সরকারি সপ্তাহিক বন্ধ শনিবার যায়। তাও হাল ছেড়ে দেইনি?
২৩ দিন এর মাথায় AdSense এর পিন পাই।
last month $109.10 income এই মাসে ২১ দিন অপেক্ষার পর আজ মেইল/ পেমেন্ট পেলাম। ? আলহামদুলিল্লাহ
Moral of the story : John Cena Speech “Never Give Up”?
এছাড়াও আপনারা আমার এতো বড় Story না অনুধাবন করেও,
John Cena এর সাথে Brock Lesnar & Rock WWE match ও দেখতে পারতেন।?
john cena শত মাইর খাওয়ার পরও শেষমেশ উনার কাঁধে WWE Championship Belt থাকে।✌
আমার জীবন বাস্তব ঘটনা এইখানে শেষ করছি,?
আসলে এতো বড় করে লেখার কারণ হলো।
সবাই Readymade motivation / Success এর story শুনতে চাই,
কিন্তু সাফল্যের পিছনে যে বিশাল ব্যর্থতা থাকে তা আমরা কখনো বুঝতে চাইনা আর জানতে ও চাইনা।
To be Honestly বলছি অন্যরা কে কি কত কামালো,
কে 6 Digit ইনকাম করলো।
আরেহ দিফান ভাই freelancing করে গাড়ি বাড়ি করে ফেলছে,
হাই হাই!!!
এই সব দেখে কিছুটা অনুপ্রাণিত হলেও
end of the day আপনিই Frustration য়ে ভুগবেন।
সত্যি বলছি!
মনে মনে বলবেন ” হায়রে আমি কি করলাম?” কিছু করতে পারলাম না,
অতএব,
যার যার গন্তব্য তার তার কাছে গন্তব্যের ঠিকানা থাকে, প্রত্যেকের গন্তব্য আলাদা!
আমি যে প্রথমে যে বন্ধু কথা বললাম সে এখন অন্যকিছু নিয়ে ঠিকই আলহামদুলিল্লাহ ভালোই আছে, হয়তো!
রাজুর জন্য এইটা ভালো ছিলো না, আল্লাহ! ভালো কিছু হয়তো এর চেয়ে better কিছু রেখে দিয়েছেন, কারণ! আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনা দাতা।♥
এর জন্য আমরা কখনো আশাহত হবো না, ধৈর্য ধারন করবো! ?
সবার জন্য সব কিছু না।
আপনার গন্তব্য আপনাকেই খুজে নিতে হবে,?
আপনার ক্যারিয়ার কোন নিছ,কোন বিষয়ে অগ্রগতি করবেন একান্ত আপনি নিজে ভালো জানেন।
Finally, আপনাদের AdSense approved হওয়া এবং Earn করার way বলে দিচ্ছি।
Basic Term:
-১০/১৫ টা ১০০০+ words এর Unique article
হতে হবে (blog)
– About Us,Contact Us,Term & Conditions, Privacy policy,Disclaimer এই সকল পেজ থাকতে হবে।
Done! এখন তেমন problem হয় না।
-CTR maintain করতে হবে ১০-১৫% নিচে থাকতে হবে।
-একপেজে ৩-৪ এড ইউনিট করা সেভ
-Blocked Control দিয়ে Adult,Dating, sexual & sensitive কিছু Ads ব্লক করে দিবেন।
এখন approved করা পানির মত সহজ হলেও ইনকাম করা কঠিন,
এর জন্য আপনাকে Organic Traffic দরকার
So, Must be SEO শিখতে হবে।
এরজন্য আমি আপনাকে সাহায্য করবো!
আমার একটি Group রয়েছে SEO Squad BD।
এই খানে ২০০+ মেম্বার কে আমি ফ্রিতে সাপোর্ট করি এবং দীর্ঘ ৫-৬ মাস দিয়ে আসছি।
অতএব আপনাকে দিতে অসুবিধা নেই আমার।
কোন কিছু নিয়ে জানার থাকলে Frankly গ্রুপে post করুন,
কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করবো।
এখন বলতে পারেন যে, আল্লাহ এতো একদম সহজ এই Approved এর জন্য এতো কাহিনি করার লাগে? হাহাহা??
ভাই, এই রকম নলেজ নিয়ে অনলাইন ক্যারিয়ারে আসিনি আমারও সময় লেগেছে! ৩মাসে কোর্স করে বিশাল বড় ফিল্যান্সার,ব্লগার, হাগার হাগার ডলার কামায়নি।?
সময় লেগেছে ধৈর্য রেখেছি।?
Finally! Google gave my first payment
এখনকার সময় সবার ভিতর ধৈর্যের অভাবটা দেখা যায় বেশি, তারা মনে করে ৩ মাসের জন্য একটা ইন্সটিটিউটে ভর্তি হব, কাজ শিখবো, ব্যাস কেল্লাফতে! ?
I’m professional expert ? account খুলেই শুরু,
বাকিটা আর বললাম না।?
আর হয়তো আমার earning amount আপনাদের কাছে ছোট মনে হতে পারেহ?,অনেকে হয়তো একদিনে,এক সপ্তাহে, এক মাসে কামায়। কিন্তু আমার কাছে অনেক কিছু, অনেক ব্যর্থতা,অনেক রাতজাত পরিশ্রম ছিলো এর পিছনে।
নিজেকে নিজে খুশি রাখা আর নিজেকে নিজে Reward দেওয়া এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না,এইটায় অন্যরকম আনন্দ।
যা আমার কাছে big Achievement।
আর এইটাও আমি ভালো করে জানি আমার এই লেখা বেশির ভাগ মানুষ Skip করবে like, comment , share করবে না।
তাও আমার কোন আফসোস নেই।
আমি যে নিজে অজান্তেই এতো লিখতে পেরেছি যা আমার ভিতর যে হাজার কথা বলার Flow /শক্তি আছে যা আমাকে আগামীতে বই মেলায় নিজের জীবন কাহিনি নিয়ে একটা বই পাবলিশ করতে সাহায্য করবে,
হয়তো বা আমাকে কোন বড় ব্লগার / লেখক হতে সাহায্য করবে হয়তো বা কোন একদিন আমাকে বড় উদ্যোক্তা হতে সাহায্য করবে হয়তো বা আমাকে অনেক বড় মোটিভেশান স্পিকার হতে সাহায্য করবে।?
আবারো হয়তো কোন একদিন সফল ফ্রিল্যান্সার হয়ে আপনাদের মাঝে আবারো ফিরে আসতে পারি আমি আমার জীবন কাহিনি নিয়ে, নিজেকে তৈরি করছি দেখা হবে আরেক অন্য কোন একদিন ,
আর মরে গেলে তো চলেই গেলাম আমার ব্রেইন এর ডাটা সংরক্ষণ করে রেখে দিবেন ? আমি আমার আইডিয়া রেখে যাবো ]& আর ভবিষ্যৎ প্রজন্ম আমার আইডিয়া দিয়ে নিজে দেশকে পৃথিবীর মাঝে আকাশ চম্বির করবে, সেই স্বপ্ন দেখি আমি।
যেমন টা black hole এর “Black hole information paradox” – stephen hawking রেখে যান আবার যেমনটা albert einstein “general relativity” Theory রেখে যায় যা এই কিছু দিন আগে আমরা Black hole এর ৫ Pita bytes এর Hard Drive য়ে Black hole এর ছবি তুলে, যেই ভাবে বিজ্ঞানিদের স্মরণ করছে,
আমি চাই আমাকে সবাই মনে রাখুক কিন্তু একটু ভিন্ন ভাবে আমি অতো জ্ঞানী নয় তাদের মত এতো বড় theory দিয়ে পোলাপানদের আশাহত ও মাথা খারাপ করবো না আমি কোন গালি খেতে চাইনা exam hall এর question paper পড়ার পর।?
“আমি চাই এক অন্যরকম বিশ্ব জয় করতে।”
সবাই ভালো থাকবেন।
জানি সম্পুর্ন পড়েননি অথবা skip করে চলে গিয়েছেন।
তাও তাদের কে ধন্যবাদ। ?
Comment করে কেউ লজ্জা দিবেন না?
#Happy_Blogging ☺
#Happy_AdSense_Publisher ?
(বিঃদ্রঃ আমার এতো বড় লেখা কেউই Serious নিবেন না?, সম্পুর্ন নিজের আক্ষেপ থেকে মনের কিছু কথা বলা, কোথাও কোন ভুল হলে অথবা আমার কোন কথায় কষ্ট পেলে থাকলে আমাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
আসসালামু আলাইকুম ♥
Finally! Google gave my first payment
Finally! Google gave my first payment
Finally! Google gave my first payment
Finally! Google gave my first payment
Finally! Google gave my first payment
Finally! Google gave my first payment